চাঁদপুরের কচুয়ায় এক বিকাশ দোকানে সাধসকালে ক্রেতা সেজে প্রকাশ্যে নগদ টাকা ও ২টি মোবাইল সেটসহ প্রয়োজনীয় মালামাল নিয়ে প্রতারক চক্রের তিন ব্যক্তি উধাও হয়েছে।
বুধবার উপজেলার পালাখাল পশ্চিম বাজারের সোহেল পাটওয়ারীর টেলিকম বিকাশ দোকানে এ চুরির ঘটনা ঘটে। এতে নগদ ৮০ হাজার টাকা ও মোবাইল সিমে বিকাশ ও নগদ এ্যাকাউন্টে থাকাসহ প্রায় ৩লক্ষ টাকা নিয়ে যায় বলে জানান দোকানের মালিক সোহেল পাটওয়ারী। এ ঘটনায় দোকান মালিক বুধবার কচুয়া থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দোকানের কর্মচারী রাজু বলেন, প্রতিদিনের মতো সকালে দোকান খুলি। সকাল সাড়ে ৮টার সময় অজ্ঞাত তিন ব্যক্তি দোকানে এসে বিভিন্ন মালামাল ক্রয়ের অজুহাত দেখিয়ে কৌশলে দোকানে থাকা টাকার ব্যাগ ও মোবাইল নিয়ে তাৎক্ষনিক পালিয়ে যায় তারা। এসময় ক্যাশের পাশে থাকা টাকার ব্যাগ না দেখতে পেয়ে খোজাঁখুজি করে তাদের সন্ধান এবং মালামাল পাওয়া যায়নি।
ওসি মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৬ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur