চুয়ায় ৯ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় কাজী মো. আসাদ উল্যাহ (৫৫) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার হাট কচুয়া কাজী বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
থানায় বাদীর মামলা সূত্রে জানা গেছে, ১৩ ডিসেম্বর সন্ধ্যায় কচুয়া পৌরসভাধীন আয়েশা ছিদ্দিকা (রা:) মাদরাসার তৃতীয় শ্রেনির জনৈক ছাত্রী পানি আনার জন্য নিচ তলায় আসলে ওই মাদরাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ কাজী আসাদ উল্লাহ তাকে অফিস কক্ষে ডেকে নিয়ে জোড় পূর্বক ধর্ষন করে। পরবর্তীতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ভিকটিমের মা সালমা বেগম বাদী হয়ে কাজী মো. আসাদ উল্লাহর বিরুদ্ধে রবিবার কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-১৫। মামলার প্রেক্ষিতে রবিবার কাজী মো. আসাদ উল্যাহকে গ্রেফতার করে পুলিশ। তবে কাজী আসাদ উল্যাহ’র পরিবার বিষয়টি ষড়যন্ত্র দাবী করে তার দ্রুত মুক্তির দাবী করেন।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম জানান, ভিকটিমের মায়ের মামলার প্রেক্ষিতে আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, ২২ ডিসেম্বর ২০২৪