Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা

কচুয়ায় ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা

চাঁদপুরের কচুয়ায় আমন ধানের বাম্পর ফলন হয়েছে। ধান কাটতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষক-কৃষাণীরা। কৃষকরা ধানের ভালো ফলন পেয়ে মহা খুশি। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যার ফলে আশানুরূপ ফলন হয়েছে।

উপজেলা কৃষি সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ১১ হাজার ৯০২ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে উফসী জাতের ৩ হাজার ১১৪ হেক্টর, স্থানীয় জাত ৬৮৮ হেক্টর ও হাইব্রিড জাতের ২২০ হেক্টর আগাম জাতের আমনের চাষ হয়েছে। এ ধরনের জাতের মধ্যে রয়েছে ব্রিধান-১০৩, ব্রিধান-৭৫, ব্রিধান-৯৫, ব্রিধান-৮৭, বিনা-১৪ ও ৪৯ জাতের ধান।

ডুমুরিয়া গ্রামের স্থানীয় কৃষক শহিদুল ইসলাম, এনায়েত হোসেন ও ফারুক জানান, এই বছর ধানের রোগবালাই খুবই কম। ফলন আশার চেয়ে বেশি হয়েছে। সাধারণত অগ্রহায়ণ মাসের শেষ দিকে আমন ধান কাটা হয়। তবে ইদুরের আক্রমনে কিছুটা আমন ধান নষ্ট হয়েছে। সব খরচ বাদ দিয়ে এবার লাভবান হবেন বলে আশা করছি।

কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ বলেছেন, ‘কৃষকরা তাদের আশানুরূপ ফলন পেয়ে মহাখুুুশি। ধান চাষে কৃষকরা যেন আরো বেশি উদ্বুদ্ধ হয়, সেই জন্য উপ-সহকারি কর্মকর্তারা মাঠে গিয়ে কৃষকদের সাথে তাদের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ কৃষক হিসেবে গড়ে তোলার জন্য সভা সেমিনার চলমান রয়েছে।

তিনি আরো বলেন, ‘জমিতে বোরো চাষের আগে আলু-সরিষাসহ রবিশস্য উৎপাদন করতে পারবে। ধান চাষে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে কৃষকদের প্রদর্শনী ও বিনামূল্যে সার বীজ বিতরন করা হচ্ছে বলেও জানান তিনি।’

প্রতিবেদক: ‍জিসান আহমেদ নান্নু,
৩ ডিসেম্বর ২০২৫