চাঁদপুরের কচুয়ায় দৈনিক কালবেলা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার কচুয়া প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও কাটা অনুষ্ঠিত হয়।
দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্তের সভাপতিত্বে ও কচুয়া প্রতিনিধি মানিক ভৌমিকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান।
বিশেষ অতিথিন বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাহিদ ইসলাম ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল হোসেন, সাবেক সভাপতি রাকিবুল হাসান, কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন প্রমুখ। আলোচনা শেষ এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের অতিথিবৃন্দ পত্রিকার জন্মবার্ষিকী কেক কাটেন।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ খোরশেদ আলম,কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল,সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক,কবি আলী আক্কাস তালুকদার,যুগ্ন সাধারন সম্পাদক আমির হোসেন,আবুল কালাম,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,সহ-সাংগঠনিক রাজীব চন্দ্র শীল,দপ্তর সম্পাদক ওমর ফারুক সায়েম,নির্বাহী সদস্য মাসুদ রানা,সদস্য বিল্লাল মাসুম,ফয়সাল আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ অক্টোবর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur