ঘর থেকে বের হয়ে বাড়ি ফিরেনি কচুয়া উপজেলার বাইছারা (নোয়াপাড়া) খান বাড়ির কৃষক সোলাইমান খানের ৫ বছর বয়সী শিশু পুত্র তানভীর খান। এঘটনায় শিশুটিকে ফিরে পেতে বুধবার বিকেলে কচুয়া থানায় নিখোঁজ ডায়রী (ডিজি) করেছেন তার বাবা মো. সোলাইমান খান।
নিখোঁজ শিশু তানভীর খানের বাবা মো. সোলাইমান খান বলেন, মঙ্গলবার আমি বাড়ি সংলগ্ন উত্তর পাশে মাঠে ধান কাটার কাজ করছিলাম। এদিন বিকেলে আমার পুত্র তানভীর বাড়ি থেকে মাঠের উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল যায়গায় খোঁজ করেও তার সন্ধান মিলেনি। আমার ছেলেকে ফেরত পেতে প্রশাসনসহ সকলের সহযোগিতা চাই।
কোন সু-হৃদয়বান ব্যাক্তি শিশু তানভীর খানের সন্ধান পেলে তার বাবার ব্যবহারিত ০১৮১২-৩৭০৬৯৭ নাম্বাওের যোগাযোগ করতে অনুরোধ করেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur