চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজার হাতে ছোট ভাই সিরাজুল ইসলামকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
৪ নভেম্বর শুক্রবার সকালে কড়ইয়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলামের স্ত্রী মাকসুদা বেগম বকুল (৩৫) চাঁদপুর টাইমসকে জানান, সকালে আমার স্বামীসহ ও সন্তানরা ঘরে ছিলাম। এসময় হঠাৎ আমার ভাসুর তাজুল ইসলাম, তার স্ত্রী রহিমা বেগম, তার ছেলে সাইফুল ইসলাম ও আবির হোসেন আমাদের ঘরে জোরপূর্বক প্রবেশ করে আমার স্বামী সিরাজুল ইসলামের উপর মারধর শুরু করলে আমার স্বামী জ্ঞান হারিয়ে ফেলে। ডাক চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। পরে আমি ও বাড়ির লোকজন আমার স্বামীকে হাসপাতালে নিয়ে যাই।
তিনি আরো জানান, কয়েক বছর যাবৎ আমার ভাসুরদের সাথে আমাদের সম্পত্তিগত বিরোধ রয়েছে। তারা পরিকল্পিতভাবে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করে। আমি হত্যাকারীদের বিচার চাই।
কর্তব্যরত চিকিৎসক ডা. শাহনাজ সুলতানা বিপাশা চাঁদপুর টাইমসকে জানান, শুক্রবার সকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিরাজুল ইসলামকে নিয়ে আসার পূর্বেই তিনি মারা যান।
স্থানীয়রা জানান, সিরাজুল ইসলাম ওমান ফেরত প্রবাসী। তার অবুঝ দুই ছেলে সিয়াম মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ছেলে শান্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র।স্বামীকে হারিয়ে ছেলেদের নিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে নিহতের স্ত্রী মাকসুদা বেগম।
এঘটনায় ৩জনকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, তাজুল ইসলাম, তার স্ত্রী রহিমা বেগম ও পুত্রবধু তামান্না বেগম। এছাড়া অভিযুক্ত দুই ভাতিজা সাইফুল ও আবির পলাতক রয়েছেন।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেছি এবং নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur