কচুয়ায় শত্রুতার জেরে রাতের আঁধারে একটি মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার উত্তর ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে মাছগুলো পানিতে ভেসে উঠলে ভুক্তভোগী মাছচাষি মানিক মিয়া ও রাসেল হোসেন বিষয়ট বুঝতে পারেন। এতে তাদের প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী মানিক মিয়া কচুয়া থানায় স্থানীয় ৫ ব্যক্তিকে দায়ী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী মানিক মিয়া ও রাসেল হোসেন জানান, তারা উভয়ে স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে বছর খানেক আগে মাছের চাষ শুরু করেন। মঙ্গলবার দিবাগত রাতে শত্রুতার জেরে দুর্বৃত্তরা তাদের প্রজেক্টে বিষ প্রয়োগ করে। এতে বিভিন্ন প্রজাতির মাছ মরে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
মানিক মিয়া বলেন, আমরা গরীব মানুষ। মাছ চাষ করে জীবিকা নির্বাহ করি। বিষ প্রয়োগে আমাদের সব স্বপ্ন মাটি হয়ে গেছে। গত বছর ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়েছি। এখন কীভাবে ঋণ শোধ করব, কিছুই বুঝতে পারছি না। যারা এমন ন্যাক্কারজনক কাজ করেছে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম বলেন, নোয়াদ্দা গ্রামে মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৯ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur