Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় দুই’শ ফলজ ও বনজ গাছের চারা পেয়ে খুশি শিক্ষার্থীরা
গাছের

কচুয়ায় দুই’শ ফলজ ও বনজ গাছের চারা পেয়ে খুশি শিক্ষার্থীরা

চাঁদপুরের কচুয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাঁচাইয়া-নয়াকান্দি বিএনডি ফোরাম স্কুলের আয়োজনে ১৬তম বারের মতো শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক ও এলাকার গুনিজনদের নিয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে সসনদপত্র, পুরষ্কার বিতরণ ও আলোচনাসভা করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিএনডি ফোরামের সভাপতি দীপক চন্দ্র দাস।

বিএনডি ফোরামের সহ-সভাপতি সুখেন সরকার ও বিধান সরকার যৌথ পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে টেলিকন্ফারেসন্সে বক্তব্য দেন, ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মামুনুর রশিদ মোল্লা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন সোহাগ, শিকড় সংবাদ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নু, বিএনডি ফোরামের উপদেষ্টা নারায়ণ বাইন, বিএনডি ফোরামের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রানতোষ সরকার সহ আরো অনেকে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনডি ফোরামের সহ-কোষাধ্যক্ষ রতন সরকার, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক সোহাগ দাস, সহকারী শিক্ষক সবুজ সরকার, সাফিয়া সুলতানা, সদস্য নিমাই সরকার, সহকারী শিক্ষক শারমিন আক্তার, মাধবী রানী সরকার, রুবেল হোসেন প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বিদ্যালয়ের ১৫১ জন শিক্ষার্থীর মাঝে ২শটি ফলজ ও বনজ চারা বিতরন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরন করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১৩জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, সন্মাননা পুরস্কার বিতরণ করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১ আগস্ট ২০২৫