চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী চাঁপাতলী লতিফিয়া ফাজিল মাদ্রাসার তিনজন অবসর শিক্ষকের বিদায় সংবর্ধনা, ২০২৩ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় ও কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৃথকভাবে দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাতলি লতিফিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার গর্ভনিংবডির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ আব্দুল হাই, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য কাউছার আলম, দাতা সদস্য সোহেল প্রধানীয়াসহ আরো অনেকে।
অপরদিকে একই দিনে কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি এম এমরান হোসেনের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২০ মার্চ ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur