কচুয়া উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্মরত দপ্তরী কাম-প্রহরীদের ৫ দফা দাবী-দাওয়া বাস্তবায়নের দাবী নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কচুয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা দপ্তরী কাম-প্রহরী সমিতির সভাপতি মো: মানিক হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দপ্তরী কাম-প্রহরী চঁাদপুর জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি উৎফল মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো: শাহাদাত হোসেন, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি আবু বকর, যুগ্ন সাধারন সম্পাদক আলামিন, প্রচার সম্পাদক আব্দুল কাদেরসহ আরো অনেকে। সভায় দপ্তরী কাম-প্রহরীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরসহ ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের নিকট জোর দাবী জানানো হয়।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১২ জানুয়ারি ২০২৩