কচুয়ায় তিনটি প্রজেক্টে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট গ্রামে কামাল গাজী নামের এক মৎস্য চাষীর ৩টি প্রজেক্টে বিষ প্রয়োগে পুকুরে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১শ মন বিভিন্ন কার্প জাতীয় মাছ মারা যায়। গত বৃহস্পতিবার বিকেলে মাছ গুলো পুকুরে ভেসে উঠতে দেখলে মালিক টের পায়।

মৎস্য চাষী কামাল গাজী জানান, কয়েকমাস আগে স্থানীয় লোকদের কাছ থেকে বর্গা ৩ একর জায়গা নিয়ে বিভিন্নভাবে ধার-দেনা ও এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে মাছ চাষ করি। এতে কে বা কাহারা আমার প্রজেক্টে শত্রুতার জেড় ধরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। স্থানীয় লোকজন এ ঘটনায় তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।

কচুয়া থানার ওসি এম. আবদুল হালিম জানান, মৎস ব্যবসায়ীর মাছ নিধনের বিষয়টি জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৫ নভেম্বর ২০২৪

Share