Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে সাংবাদিক রাকিবুল হাসানের প্রচারণা
ভোট

কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে সাংবাদিক রাকিবুল হাসানের প্রচারণা

আগামী ২৯ মে ৩য় ধাপে অনুষ্ঠিতব্য চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে তালা প্রতীকের সমর্থনে ভোট চেয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক রাকিবুল হাসান প্রচার-প্রচারণা করছেন।

চাঁদপুর জেলায় কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে তিনি ভোটার ও সমর্থকদের দৃষ্টি কেড়েছেন। আর মাত্র ৮দিন পর অনুষ্ঠিত হবে কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে তিনি উপজেলার ২৪৩টি গ্রামে বিরামহীন প্রচারনার মাধ্যমে মাঠ সরগরম করে তুলেছেন।

উল্লেখ্য যে, এ উপজেলায় চেয়ারম্যান পদে ৬জন,ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জনসহ মোট ১৫জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রচার-প্রচারনা করছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ মে ২০২৪