চাঁদপুরের কচুয়া উপজেলার কাদলা গ্রামে ১৬ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করা হয়েছে। শুক্রবার রাতে কাদলা গ্রামের সেলিম প্রধানীয়া নামের এক ব্যাক্তিকে অভিযুক্ত করে ভিকটিম নিজেই বাদী হয়ে কচুয়া থানায় এ মামলাটি দায়ের করেন। যার নং: ২৩।
থানায় মামলা ও ভিকটিমের পরিবার সুত্রে জানা গেছে, বুধবার দুপুরে ওই যুবতীকে গৃহে একা পেয়ে একই গ্রামের সেলিম প্রধানীয়া তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল জানান, এঘটনায় মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur