কচুয়ায় তথ্য আপার বিশেষ উঠান বৈঠক

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায় এর মধ্যবর্তী মূল্যায়ন উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে নারীদের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা তথ্য কর্মকর্তা রুবাইয়ারা খাতুনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তথ্য আপা প্রকল্প ২য় পর্যায়ের প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তথ্য আপা প্রকল্প ২য় পর্যায়ের উপ-প্রকল্প পরিচালক এস এম নাজিমুল ইসলাম,জাতীয় মহিলা সংস্থার উপ-পরিচালক সায়রা পারভীন, তথ্য আপা প্রকল্প ২য় পর্যায়ের উপ-প্রকল্প পরিচালক লোকমান হোসেন,ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদার জয় ,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম সহ আরো অনেকে।

এসময় ইউপি সদস্য শাহজালাল মিয়া,জাকির হোসেন মোল্লা,লাকী আক্তার,মমতাজ বেগম,তথ্য সহকারী কর্মকর্তা আফরোজা আক্তার,নাদিয়া সুলতানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ মে ২০২৪

Share