চাঁদপুরের কচুয়ায় কৃষি ফসলী জমি নষ্ট করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৫ অক্টোবর শনিবার অনুমোদনহীন এ বালু উত্তোলনের দায়ে তেতৈয়া গ্রামের আবুল হোসেন নামের এক ব্যাক্তিকে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনী।
অন্যদিকে কচুয়া উপজেলার উত্তর অঞ্চলের বিভিন্ন স্থানে বর্তমানে ফসলী মাঠে একাধিক অবৈধ ড্রেজার চলছে, এসব অবৈধ ড্রেজার অভিযান চালিয়ে বন্ধের দাবী জানিয়েছে এলাকাবাসী।
কচুয়া প্রতিনিধি, ৫ অক্টেবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur