কচুয়ায় ডাকাত আতঙ্কে রাতভর নির্ঘুম মানুষ

কচুয়া উপজেলার উত্তরাঞ্চলের ৫টি ইউনিয়নসহ বিভিন্ন স্থানে মানুষ ডাকাত আতঙ্কে রাতভর নির্ঘুম ছিল। চারিদিকে বিভিন্ন মসজিদের মাইক দিয়ে ডাকাত ঢুকেছে বলে প্রচার করা হয়। সোমবার রাতে বিভিন্ন মসজিদের মাইক থেকে এমন সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। রাস্তায় নেমে পড়ে শত-শত নারী-পুরুষ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সারারাত মানুষ ডাকাত আতঙ্কে পাহারারত ছিলো এবং যাহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

জানা যায়, উপজেলার শিলাস্থান, মাঝিগাছা, সৈয়দপুর, শাসনপাড়া, উত্তর পালাখালসহ বিভিন্ন ইউনিয়নের মসজিদের মাইক দিয়ে প্রচার করা হচ্ছে, এলাকায় ডাকাত ঢুকেছে, সবাই বেরিয়ে আসুন। এমন সংবাদ পেয়ে সব শ্রেণির মানুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসে। কিন্তু কোন এলাকায় ডাকাত ঢুকেছে- এমনটা নিশ্চিত করে কেউই বলতে পারে না। পরে মুহুর্তের মধ্যে বিভিন্ন এলাকায় ডাকাত প্রবেশের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে নাম

প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, বর্তমানে আলু তোলার মৌসুম চলছে। কোথাও কোথাও আলু উঠানো শেষে জমিতে আলু স্তুপ করে রাখা হয়েছে। হয়তোবা ওইসব এলাকায় আলু পাহাড়া দেয়া লোকজন ডাকাত এসেছে গুজব ছড়াতে পারে বলে তারা ধারনা করেন।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, বিভিন্ন মসজিদে মসজিদে মাইকিংয়ের সংবাদ শুনেছি। তাৎক্ষনিক বিভিন্ন স্থানে পুলিশি টহল জোড়দার করেছি। তবে সুনির্দিষ্ট ভাবে কোন গ্রামে ডাকাত প্রবেশ করার তথ্য পাইনি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ মার্চ ২০২৫

Share