Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪ ডাকাত
ডাকাতির

কচুয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪ ডাকাত

চাঁদপুরের কচুয়ার সাচার রামেরদীঘিরপাড় গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সরঞ্জামসহ সন্দেহভাজন ৪ ডাকাত দলের সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে সঙ্গবদ্ধ একদল ডাকাত সদস্য ডাকাতির প্রস্তুতি নিলে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো: শাহাজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আটককৃতরা হলেন, সাচার এলাকার মৃত আলফু মিয়ার ছেলে হানিফ, শুয়ারুল গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মোস্তফা, দূর্গাপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন ও রবিউল্লাহর ছেলে সোহেল।

কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বৃহস্পতিবার চাঁদপুরের জেল হাজতে প্রেরন করা হয়েছে। এদিকে কচুয়ার উত্তর অঞ্চলে গত কয়েকদিনে ডাকাতির ঘটনায় ৪ ডাকাত সদস্যকে আটক করায় কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন ও সাচার পুলিশ ফাঁড়ির এসআই মো: শাহাজাহানকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২২ জানুয়ারি ২০২৬