ডাকাতদের হামলায় আহত ৭, স্বর্ণালঙ্কার লুট
চাঁদপুরের কচুয়ায় বিতারা, শংকরপুর ও অভয়পাড়াসহ ৩ গ্রামে প্রবাসীর বাড়িতে পৃথকভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে গৃহে কৌশলে প্রবেশ করে, গৃহের লোকজনদের হাত-পা বেঁধে মারধর করে নগদ টাকাসহ মূল্যবান স্বর্ণালঙ্কার ও মালামাল নিয়ে যায়।
রোববার মধ্যরাতে পৃথকভাবে ডাকাতদের হামলায় শংকরপুর গ্রামের ওমান প্রবাসী আবদুল কুদ্দুসের বৃদ্ধা মা রফেজা বেগম, বোন সালেহা বেগম, স্ত্রী কুহিনুর বেগম, বাইছারা গ্রামের মালয়েশিয়া প্রবাসী দুলাল খানের স্ত্রী পারভীন বেগম, শ্বাশুড়ী আয়াতের নেছা ও বিতারা গ্রামের ওমান প্রবাসী ইসমাঈলের স্ত্রী কুলসুমা ও তার ভাই ইউনুসসহ ৭জনকে বেধরক মারধর করে, এসময় গৃহে থাকা নগদ টাকা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।
বিতারা গ্রামের প্রবাসী ইসমাঈলের বাবা আবেদ আলী জানান, রবিবার রাত ১টার দিকে আমার ছেলের বিল্ডিংয়ের সামনের দরজার তালা ডাকাতদল কৌশলে কেটে নগদ ১ লক্ষ ১১হাজার টাকা, ১টি স্বর্ণের চেইন, কানের জিনিস ও বাইছারা নোয়াপাড়া গ্রামের দুলাল খানের বিল্ডিংয়ে ডাকাতদল প্রবেশ করে নগদ ৪০ হাজার টাকা, ২টি স্বর্ণের চেইনসহ মালামাল নিয়ে যায়। তবে শংকরপুর গ্রামে প্রবাসী আবদুল কুদ্দুসের গৃহে ডাকাত প্রবেশ করে তাদের গৃহের ৩ জনকে কুঁপিয়ে রক্তাক্ত জখম করলেও গৃহের লোকদের বাধার মুখে ডাকাতরা কিছু নিতে পারেনি বলে আবদুল কুদ্দুস জানান।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, ডাকাতির বিষয়ে কেউ আমাদের জানাননি। অভিযোগ পেলে আইনানুগ সহযোগিতা করা হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২২ ডিসেম্বর ২০২৫