কচুয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৩

চাঁদপুরের কচুয়ায় ট্রাক ও অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩জন গুরুতর আহত হয়েছে। শনিবার রাতে কচুয়া-সাচার-গৌরিপুর আঞ্চলিক সড়কের সাচার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্স চালক মোস্তফা কামাল সবুজ ও ট্রাক চালক তুষার নামের দুজন সহ মোট তিনজন গুরুতর হয়েছে।

আহতরা হলেন,শাহরাস্তি উপজেলার আয়নাতলী গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মোস্তফা কামাল সবুজ ও বগুড়া সদর উপজেলার নামুজা বগারপাড়া গ্রামের আমিনুল ইসলাম নিপনের ছেলে তুষার।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে শাহরাস্তির উদ্দেশ্যে সাচার বাজার এলাকায় আসলে বিপরীত থেকে আসা ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে গিয়ে ৩জন গুরুতর আহত হয়।

খবর পেয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নিজাম উদ্দিন ট্রাক ও অ্যাম্বুলেন্সটিকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ অ্যাম্বুলেন্স চালক মোস্তফা কামাল সবুজ বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ মার্চ ২০২৩

Share