জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-১ কচুয়া আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর মনোনীত প্রার্থী, জাসদ কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহেল দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শনিবার ঢাকাস্থ গুলিস্থান এলাকার বঙ্গবন্ধু এভিনিউ জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারন সম্পাদক শিরিন আক্তার এর হাত থেকে উৎসব মুখর পরিবেশে তিনি এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এসময় জাসদ মনোনীত চাঁদপুর-২ আসনের প্রার্থী শাহেদ আলমগীর, জাসদ চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক মো. মনীর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কচুয়া প্রতিনিধি, ১৮ নভেম্বর ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur