চাঁদপুরের কচুয়া উপজেলার দহুলিয়া গ্রামে প্রতিষ্ঠিত জামিয়া দারুত তাওহীদ এন্ড ইসলামিক একাডেমিক সেন্টারের আগামী ২ ও ৩ জানুয়ারী বার্ষিক সালাফি কনফারেন্স সফল করার লক্ষে পূর্ব প্রস্তুতি সভা করা হয়েছে। রবিবার দুপুরে মাদ্রাসার সভা কক্ষে জামিয়া দারুত তাওহীদ ও ইসলামিক সেন্টারের সাধারন সম্পাদক মো. দুলাল মিয়ার সভাপতিত্বে ২দিন ব্যাপী মাহফিলে সকলের অংশগ্রহনের মাধ্যমে সফলতা কামনা করে বক্তব্য প্রদান করেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. জামাল হোসেন সোহান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর মোস-আব বিন উমাউর রা: মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের অধ্যক্ষ মো. রেজাউল করিম ও সেক্রেটারি মজিবুর রহমান, জামিয়া দারুত তাওহীদের উপদেষ্টা কামাল হোসেন মেম্বার, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, মিজানুর রহমান, মো. সবুজ, মো, রাসেল, যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, জামিয়া দারুত তাওহীদের সেক্রেটারি গুলজার হোসেন, সিনিয়র শিক্ষক মো. আব্দুল মালেক মিয়াজীসহ আরো অনেকে।
উল্লেখ্য যে, আগামী ২ ও ৩ জানুয়ারী জামিয়া দারুত তাওহীদ একাডেমী এন্ড ইসলামিক সেন্টারের বার্ষিক সালাফি মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. ইসমাইল হোসেন ও প্রধান মেহমান হিসেবে বয়ান রাখবেন, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. সাইদ কামাল উদ্দিন জাফরী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৫ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur