কচুয়ায় জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চাঁদপুরের কচুয়ায় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ও পিআর পদ্ধতিতেই নির্বাচন গ্রহণের দাবিতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে । কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে কচুয়া পৌরসভাধীন আল-ফাতেহা মাদ্রাসার গেইট থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে পুরো বাজার প্রদক্ষিন শেষে কচুয়া উত্তর পল্টন ব্রিজ এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির এডভোকেট আবু তাহের মেজবার সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মোহাম্মদ আলী সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

বক্তব্য রাখেন, জেলা মজলিসের সুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী, উপজেলা নায়েবে আমির মাষ্টার সিরাজুল ইসলাম, সহ-সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় কচুয়া উত্তর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তৌফিক ওমর ফাহিম, পৌর জামায়াতের আমীর শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলী, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা মোঃ মনির হোসেন হেলালী, বিতারা ইউনিয়ন চেয়ারম্যান প্রত্যাশী মুফতি মাসুম বিল্লাহ মাদানী, সাচার জামায়াতের আমির মীর ওয়াহিদুজ্জামান, আশ্রাফপুর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল মতিন, গোহট দক্ষিন ইউনিয়ন জামায়াতের আমির মাও: হেলাল উদ্দিন, গোহট উত্তর ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম, কাদলা ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক আবু জাফর, পাথৈর ইউনিয়ন জামায়াতের আমির মাও: শহিদ উল্লাহ, পালাখাল মডেল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: মো: জসীম উদ্দিন, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: হেদায়েত উল্লাহ, ৬নং উত্তর ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক মো: এমদাদ উল্যাহ, কচুয়া সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: আবদুস সামাদ আজাদ ও কড়ইয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও: আবদুর রহমান নিজামী সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ সেপ্টেম্বর ২০২৫