কচুয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় মিলিত হয়।

ইউএনও মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার নাহিদ ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা সমবায় অফিসার মো. দেলোয়ার হোসেন,ওসি মো. ইব্রাহিম খলিল,উপজেলা কৃষি অফিসার সোফায়েল হোসেন,মুক্তিযোদ্ধা আব্দুল মবিন,জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সমবায়ী ছালেহীন খলিল প্রমুখ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৫ নভেম্বর ২০২২

Share