চাঁদপুরের কচুয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম অলিম্পিয়াড বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা’র উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে ইউএনও ইকবাল হাসানের সভাপতিত্বে দু’দিন ব্যাপী এ মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, একাডেমিক সুপার ভাইজার কে.এম সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনি কর্মকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে সিনিয়র ও জুনিয়র গ্রুপ ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তব্যে উপজেলার বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur