কচুয়ায় জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ব্যাপক কর্মসূচি পালন করা হয়।
১ জানুয়ারি রোববার বিকালে আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ রুহুল আমিনের সভাপতিতে ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট মোঃ মাঈন উদ্দিন (মাইনু)’র পরিচালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা অধ্যাপক ডা. মোঃ শহীদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির নেতা দেওয়ান সিরাজুল ইসলাম মাষ্টার, জয়নাল আবেদীন, কবীর হোসেন সেলিম, কাজী মোস্তফা কামাল, ডা. গোলাম মোস্তফা প্রমুখ। এ সময় কচুয়া পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur