কচুয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে কচুয়া উপজেলা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাকিবুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আব্দুল আলীম লিটন,উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডা.শরিফুল ইসলাম,উপজেলা সহকারী প্রোগ্রামার মোশাররফ হোসেন,কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: মাহতাব মন্ডল, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, জগতপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহাগ খান প্রমুখ ।

আলোচনা শেষে পরিষদ চত্বরে কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: মাহতাব মন্ডল এর নেতৃত্বে ভুমিকম্প, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যায় তার উপর একটি মহড়া প্রদর্শন করা হয়।
এসময় এনজিও, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সিপিপি সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ মার্চ ২০২৫

Share