দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে কচুয়া উপজেলা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: রাকিবুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী আব্দুল আলীম লিটন,উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডা.শরিফুল ইসলাম,উপজেলা সহকারী প্রোগ্রামার মোশাররফ হোসেন,কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: মাহতাব মন্ডল, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদ উল্লাহ, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, জগতপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহাগ খান প্রমুখ ।
আলোচনা শেষে পরিষদ চত্বরে কচুয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো: মাহতাব মন্ডল এর নেতৃত্বে ভুমিকম্প, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগ কিভাবে মোকাবেলা করা যায় তার উপর একটি মহড়া প্রদর্শন করা হয়।
এসময় এনজিও, সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের সিপিপি সদস্য ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ মার্চ ২০২৫