কচুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ স্লোগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় ও আন্তর্জাতিক জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে যুব র্যালী, শপথ গ্রহণ, আলোচনা, সনদপত্র ও ঋণের চেক বিতরণ, গাছের চারা বিতরণ, রক্তদান কর্মসূচি, মশক নিধন, আত্মকর্মীর পুকুরে মাছের পোনা অবমুক্তমুক্ত করন ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠানে কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকতার্ মো: শাহজাহান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতার্ ডা. শাওকাত হোসেন সুমন, উপজেলা মৎস্য কর্মকতার্ জহিরুল ইসলাম, কচুয়া বার্তার সম্পাদক মো : আলমগীর তালুকদার,
পিপলকরা সমাজ কল্যান সংঘের সভাপতি কাজী মো : মোস্তফা কামাল, যুব সোনার বাংলা সাহিত্য পাঠাগারের সভাপতি জিসান আহমেদ নান্নু, আলোর মশাল যুব সংঘের সভাপতি ওমর ফারুক সায়েম ও এস এস যুব ফাউন্ডেশন সম্পাদক আবু সাইদ মেম্বার প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকতার্ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১২ আগস্ট ২০২৫