কচুয়ায় জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র‌্যালী

চাঁদপুরের কচুয়ায় জাকের পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাংগঠনিক জনসভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শনিবার বিকেলে জাকের পার্টি সাচার ইউনিয়ন শাখার আয়োজনে সাচার উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

জাকের পার্টি কচুয়া উপজেলা শাখার সভাপতি, বীর মুক্তিযুদ্ধা ডা: মো: তাসাদ্দেক হোসেন মোহনের সভাপতিত্বে ও জাকের পার্টি ছাত্রফ্রন্ট চাঁদপুর উত্তর সহশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সিয়াম হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাকের পার্টি চাঁদপুর জেলা উত্তরের সাংগঠনিক সভাপতি মো: ওবায়েদ মোল্লা।

বক্তব্য রাখেন, জাকের পার্টি চাঁদপুর উত্তরের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মাহমুদ তুহিন, জাকের পার্টি মহিলা ফ্রন্ট কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা কামরুন নেছা জামান, জাকের পার্টি মতলব উত্তর সভাপতি দুলাল হোসেন খান, মতলব দক্ষিণের সভাপতি আবদুল মতিন মিয়া, কচুয়া উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল আহসান, সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল হক, সাচার ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জাকির হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জিসান আহমেদ, চাঁদপুর জেলা দক্ষিণ ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মারুফ হোসাইন,কচুয়া উপজেলা ছাত্র ফ্রন্টের সভানেত্রী জান্নাতুল মাওয়া হ্যাপী প্রমুখ। অনুষ্ঠান শেষে সাচার বাজারে বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রা বের করা হয়।

প্রতিবেদক: জিসান আহদে নান্নু,
২৫ অক্টোবর ২০২৫