কচুয়ায় জমজম চ্যারিটেবল ট্রাস্ট্রের অর্থায়নে ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার পালগিরী, আইনগিরী ও কান্দিরপাড় গ্রামের দুইশতাধিক অসহায় গরিব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে পালগিরী দারুল ইলম ছোবহানীয়া নূরানী মাদ্রাসা মাঠে স্থানীয়দের মাঝে উপহার হিসেবে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে ওই মাদ্রাসার ৮২ জন শিক্ষার্থীদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে ও মাদরাসার সেক্রেটারী মনির হোসেন মাস্টার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির মাওঃ মোঃ হারুনুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহাদাত হোসেন (ঠিকাদার), মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ শাখওয়াত হোসেন, সমাজসেবক আহসান উল্লাহ, বাবুল মিয়াজি, হাবিব হোসেন (প্রবাসি), ডা. জসিম উদ্দিন, মহসিন মিয়া, ইব্রাহিম খলিল সজিব, ইব্রাহিম খলিল স্বপন প্রমুখ। একই দিনে রমজানের প্রথম দিন উপলক্ষে পালগিরী দারুল ইলম ছোবহানীয়া নূরানী মাদ্রাসায় এতিম শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসির সম্মানে ইফতার আয়োজন করেন পালগিরী দারুল ইলম ছোবহানীয়া নূরানী মাদ্রাসা সেক্রেটারী মোঃ মনির হোসেন মাষ্টার। পরে মুসলিম জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ মার্চ ২০২৫

Share