কচুয়া উপজেলার সেঙ্গুয়া গ্রামে দুই বাড়িতে কৌশলে প্রবেশ করে চুরি করে মালামাল নিয়ে পালানোর সময় রবিবার রাতে সোহেল রানা নামের এক চোর সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরদিন সোমবার তাকে কচুয়া থানা পুলিশের মাধ্যমে চাঁদপুরের জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটককৃত চোর সদস্য সোহেল রানা দক্ষিণ সেঙ্গুয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে এলাকায় চুরি ছিনতাইসহ একাধিক নানান অভিযোগ রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী নুরু উদ্দিন, আব্দুর রহমান ও ইউপি সদস্য গাজী রফিকসহ আরো অনেকে জানান, সোহেল রানা রবিবার রাতে সেঙ্গুয়া গ্রামের আলামিন পাটোয়ারীর গৃহে চুরির চেষ্টা করে ব্যর্থ হলে পরবর্তীতে একই গ্রামের রশিদ মুন্সীর ঘরে চুরি করে মালামাল নিয়ে পালানোর সময় তাকে হাতে নাতে আটক করে স্থানীয় জনতা।
কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম ঘটনার সত্যতা স্বীকার করে মুঠোফোনে বলেন, খবর পেয়ে জনতার হাত থেকে অভিযুক্ত সোহেলকে উদ্ধার করে থানায় নিয়ে আসি এবং এ ঘটনায় অভিযুক্ত চোর সোহেল রানাকে কচুয়া থানার অপর একটি চুরির মামলার আসামী হিসেবে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
কচুয়া প্রতিনিধি, ৩০ ডিসেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur