মরণব্যাধী লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ায় প্রায় ২ মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন ছাত্রলীগ নেতা মঞ্জুর হোসাইন খান। তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাত ৮টার দিকে মৃত্যুবরন করেন। (ইন্নালি……….রাজিউন)।
পরদিন শুক্রবার বাদ জুমা জানাজা শেষে তার লাশ কচুয়া উপজেলার সৈয়দপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর। মৃত্যুকালে তিনি বাবা-মা, এক ভাই, এক বোন সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
ছাত্রলীগ নেতা মঞ্জুর হোসাইন খান উপজেলার ২৩নং সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে কচুয়ার সাংসদ ড. সেলিম মাহমুদ এমপির বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২ আগস্ট ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur