কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার কচুয়া উপজেলার সাচার,পালাখাল,কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ ও চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে পৃথক ভাবে বর্ণাঢ্য আনন্দ র্যালি,আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রদীপ সরকারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা ইয়াছিন আরাফাত লাদেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম।
বিশেষ অতিথির বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মনির হোসেন,হাবিবুর রহমান মজুমদার,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ জানুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur