Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ছাত্রদল নেতাকর্মীদের সাথে মোশাররফ হোসেনের শুভেচ্ছা বিনিময়
ছাত্রদল

কচুয়ায় ছাত্রদল নেতাকর্মীদের সাথে মোশাররফ হোসেনের শুভেচ্ছা বিনিময়

ঈদুল আজহা পরবর্তী উপজেলা ছাত্রদলের দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন কচুয়া উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপি’র উপদেষ্টা আলহাজ¦ মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী। রবিবার বিকেলে আলহাজ¦ মোহাম্মদ মোশাররফ হোসেন মিয়াজী’র নিজ বাড়ি বারৈয়ারা গ্রামে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে তিনি বলেন, দলের প্রয়োজনে ও সাংগঠনিক ভাবে ছাত্রদলকে আন্দোলন সংগ্রাম মোকাবেলায় অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

বিশেষ করে সারা কচুয়ায় ছাত্রদলের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের নায়ক তারেক রহমান ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

এসময় উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মোস্তফা কামাল প্রধান, সাধারন সম্পাদক গাজী রশিদসহ উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৩ জুন ২০২৪