চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন, উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র একক মনোনয়ন প্রত্যাশী মো. মোশাররফ হোসেন মিয়াজী। তিনি বুধবার সকালে কচুয়া উপজেলা বারৈয়ারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ছাত্রদলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল প্রধানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গাজী রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মো. হুমায়ুন কবির প্রধান, যুগ্ন আহবায়ক মো. মকবুল হোসেন মিয়াজী, সাচার ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মাষ্টারসহ আরো অনেকে। এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সোহেলসল বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, সাধারন সম্পাদক অসংখ্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ২৫ ডিসেম্বর ২০২৪