Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় চেয়ারম্যান পদে মাহবুব আলমের পথসভা
চেয়ারম্যান

কচুয়ায় চেয়ারম্যান পদে মাহবুব আলমের পথসভা

আসন্ন কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকের প্রার্থী মো. মাহবুব আলমের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মেঘদাইর বাজার সোলেমান মুন্সীর মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

সিবিএ নেতা মো. সোলেমান মুন্সীর সার্বিক ব্যবস্থাপনায় পথসভায় মেঘদাইর কেন্দ্রীয় ঈদগাহের সভাপতি এ্যাড. কামাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউপি সদস্য গিয়াসউদ্দিন মোল্লার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকের প্রার্থী মো. মাহবুব আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাচার ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন, পালাখাল মডেল ইউপি চেয়ারমান হাবিবুর রহমান মজুমদার, কচুয়া সদর ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাহউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সৌরভ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুল মান্নান মনু, লাকী আক্তার, সিবিএ নেতা আনোয়ার হোসেন, রিপন মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিফাত উল্লাহ প্রমুখ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ মে ২০২৪