কচুয়ায় চুরি ডাকাতি ছিনতাই রোধে মতবিনিময় সভা

কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের মনপুরা বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ মাঠে চুরি, ডাকাতি, ছিনতাই (সম্পত্তি সংক্রান্ত অপরাধ) রোধকল্পে মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাদলা ইউনিয়ন পরিষদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনারা গ্রামবাসীরা যদি আমাদের প্রশাসনকে সহায়তা করেন তাহলে আমরা কচুয়ার বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া চুরি, ছিনতাই ও অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করতে পারবো। তিনি আরো বলেন, পুলিশের একার পক্ষে প্রতিটি ঘরে ঘরে গিয়ে পাহারা দেয়ার সুযোগ নেই। সেক্ষেত্রে প্রথমত আপনারা নিজেদের নিরাপত্তার নিজেরাই দিতে হবে। সকলে সচেতন থাকলেই চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধ মূলক কাজ কমে যাবে।

ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. কাউসার প্রধানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাদলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, ডা: আব্দুল হাই ক্যাডেট স্কুলে প্রতিষ্ঠাতা মো: ডা: আব্দুল হাই ও কচুয়া থানার এসআই মো. মোশাররফ হোসেন। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আবু হানিফ মিয়া, জহিরুল ইসলাম প্রধান, মো: রুহুল আমিন, ইউপি সদস্য মোশাররফ হোসেন, ইকবাল হোসেন, মিজানুর রহমান প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, বাজার ব্যবসায়ীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ ডিসেম্বর ২০২৩

Share