Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় চুরির ঘটনায় আটক ৫
চুরির

কচুয়ায় চুরির ঘটনায় আটক ৫

চাঁদপুরের কচুয়া উপজেলার পূর্ব কালচোঁ বাজারে মুদি ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী দিদার হোসেনের দোকানে চুরির ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে কচুয়া থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা পৃথক ভাবে তাদের আটক করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আটককৃতরা হলেন, কালচোঁ গ্রামের মৃত. আবু তাহের ছেলে মো. সাব্বির হোসেন, মৃত. সেকান্দর মিয়াজীর ছেলে রফিকুল ইসলাম রনি, মৃত. শাহজাহানের ছেলে মো.রুবেল মিয়া, আলী আহাম্মদের ছেলে মো.শুকুর আলম ও মৃত আ: সাত্তারের ছেলে মো.গাউস।

কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম বলেন,ব্যবসায়ীর দোকানে সম্প্রতি চুরির ঘটনায় মামলা হয়। ওই মামলার আসামী হিসেবে ৫ অভিযুক্তকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ জানুয়ারি ২০২৪