কচুয়ায় চুরির অপবাদে যুবককে মারধর, ৪ দিন ধরে নিখোঁজ
চাঁদপুরের কচুয়া উপজেলার ফতেবাপুর গ্রামের চুরির মিথ্যা অপবাদ দিয়ে আল আমিন নামে এক যুবককে মারধরের পর ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে ওই যুবক।
এ ঘটনায় নিখোঁজ যুবক আল-আমিনের পরিবারের মাঝে হতাশা দেখা দিয়েছে। নিখোঁজ আল আমিন হোসেন কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম ফতেবাপুর মুন্সি বাড়ীর আব্দুল করিমের ছেলে। তিনি পেশায় একজন অটো রিক্সা চালক।
মোঃ আনিছুর রহমান জানান, বুধবার রাতে তার ভাই আল আমিন অটো রিক্সা গ্যারেজে রেখে তার সন্তানের জন্য খাবার ও অসুস্থ্য স্ত্রীর জন্য ঔষধ নিয়ে বাড়ী আসার পথে একই গ্রামের সরকার বাড়ীর অধিবাসী কবির হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক তাকে মিথ্যা চুরি অপবাদ দিয়ে মারধর করে এবং গাছের সাথে বেধে রাখে। পরদিন সকালে কবির হোসেন, জিসান, রাছেল, শাহআলম, মহসিন সহ কয়েকজন এসে তার ভাই আল আমিন চুরি করতে এসে ধরা পড়েছেন বলে জানান। এ সময় আনিছুর রহমান তার ভাই আল আমিন কোথায় আছে জানতে চাইলে কবির হোসেন জানান, সে পালিয়েছে।
এদিকে আল আমিন হোসেন আজো বেঁচে আছেন না মরে গেছেন এ নিয়ে তার পরিবার সহ এলাকাবাসীর মাঝে নানান গুঞ্জন চলছে। তার পরিবার আল আমিনকে জীবিত অবস্থায় ফেরত চেয়েছেন। অন্য দিকে আল আমিনের কোন ক্ষতি হলে এর জন্য কবির গংদের দায়ী করছেন। অপর দিকে যুবক আল আমিন নিখোঁজের ৪ দিনেও থানায় মামলা করতে চাইলে তার পরিবারকে হামলাকারী কর্তৃক হুমকি ধমকি প্রদান করছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে কবির হোসেনের বক্তব্য জানতে তার বাড়ীতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে ইউপি সদস্য হারিজ বেপারী মুটো ফোনে জানান নিখোঁজ আল আমিনকে খোঁজে বের করার চেষ্টা চলছে।
কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম মুটো ফোনে জানান যুবক আল আমিনকে মারধর করা ও নিখোঁজ বিষয় কেউ অভিযোগ করেনি। ক্ষতিগ্রস্থ পরিবার অভিযোগ করিলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৭ জুলাই ২০২৫