চাঁদপুরের কচুয়া উপজেলার শিলাস্থান গ্রামে মরহুম আলী হোসেন মাষ্টার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার ৫ শতাধিক গরীব ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে দিনভর ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ পত্র দেয়া হয়েছে। শুক্রবার সকালে শিলাস্থান গ্রামের পশ্চিমপাড়া খান বাড়ীতে আলী হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য, আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক মো: আবুল ফয়েজ খান লিটন এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এ সময় সাবেক ইউপি সদস্য মতীন মিয়াজী, সমাজ সেবক নাছির উদ্দীন মাষ্টার, মহসীন মিয়া, ছাত্রদল নেতা কাজী তানভীর মাহমুদ, কাজী তিতুমীর হোসেন, রুকন মজুমদার সহ এলাকাবাসীসহ উপকার ভোগী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, কচুয়া উপজেলার ৩ নং বিতারা ইউনিয়নের শিলাস্থান গ্রামের অধিবাসী মোঃ আবুল ফয়েজ খান লিটন ও তার অপর ৩ভাইয়ের প্রচেষ্টায় গত শুক্রবার একার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে এলাকার প্রায় ৫শতাধিক গরিব অসহায় পরিবারের লোকজন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পত্র গ্রহন করেন। এছাড়াও এ গ্রামে এলাকার মানুষের চিকিৎসা সেবা দিতে ভবিষ্যতে উন্নতমানের একটি হাসপাতাল নির্মাণ করতে এলাকাবাসীর সহযোগীতা চেয়েছেন আমেরিকা প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক মো: আবুল ফয়েজ খান লিটন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ এপ্রিল ২০২৫