ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপি’র ধানের শীষের প্রার্থী হিসেবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দলীয় মনোনয় পাওয়ায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে সুপার ফাইভ নেতাকর্মীদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা করা হয়েছে।
অপর মনোনয়ন প্রত্যাশী মোশাররফ হোসেন মিয়াজী ও ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানসহ তাদের সমর্থকদের নিয়ে একত্রে কাজ করার লক্ষে ও কোন প্রকার উস্কানি মূলক কর্মকান্ড থেকে বিরত রাখার দাবীতে বুধবার বিকেলে কচুয়া সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা বিএনপি’র সভাপতি মো: খাইরুল আবেদীন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ড. আ ন ম এহছানুল হক মিলন।
এসময় তিনি বলেন, প্রাথমিকভাবে দলের বাছাইয়ে মনোনীত হয়েছি। আমার নেমিনেশন কনফার্ম হয়েছে মানে কচুয়ায় চাঁদাবাজদের চাঁদাবাজির দিন শেষ। সু-শৃঙ্খল ভাবে আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে দলকে ক্ষমতায় আনতে পারলেই আইনের সু-শাসন ও দেশের সার্বিক উন্নয়ন করা হবে।
উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হাবিবুন নবী সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান, সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, কচুয়া উত্তর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক ইউসুফ মিয়াজী, কচুয়া পৌর বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্যা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি বুধবার কচুয়া বিশ্বরোডে বিবিসিকে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকারটি সাধারন জনগনের সাথে উপভোগ করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৫ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur