Home / উপজেলা সংবাদ / কচুয়ায় গৃহবধূ তানজিনা হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
গৃহবধূ

কচুয়ায় গৃহবধূ তানজিনা হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরের কচুয়ায় গৃহবধু তানজিনা আক্তার রিয়াকে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করার অভিযোগে তার স্বামী আলমগীর হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৫ জানুয়ারি বুধবার কচুয়া উপজেলার রহিমানগর উত্তর বাজারে এ মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, নিহত গৃহবধূ ও ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী তানজিনা আক্তার রিয়ার বাবা আকতার হোসেন,ইউপি সদস্য মনির হোসেন,ওচমান চৌধুরী পলাশ,সাবেক ইউপি সদস্য আলী আকবর প্রমুখ।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামে গত ৯ জানুয়ারি সোমবার রাতে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে তানজিনা আক্তার রিয়া নামের চার মাসের এক অন্ত:সত্তা গৃহবধু আত্মহত্যা করে। ওই ঘটনায় গৃহবধু তানজিনা আক্তার রিয়াকে তার স্বামী আলমগীর হোসেন পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এমন দাবি করে তানজিনা আক্তার রিয়ার বাবা চাঁদপুরের বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। যার সিআর মোকাদ্দমা নং- ৪৬/২০২৩ ইং।

কচুয়া প্রতিনিধি, ২৫ জানুয়ারি ২০২৩