চাঁদপুরের কচুয়ায় বিশেষ অভিযানে (০৫) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১১) কুমিল্লা। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১১) ডিএডি আব্দুল কাদেরের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের কাদিরখিল পূর্বপাড়া জামে মসজিদের পশ্চিম পাশে একটি ফাঁকা জায়গা থেকে তাদেরকে আটক করা হয় বলে কচুয়া থানায় বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, কচুয়া উপজেলার কাদিরখিল গ্রামের অলিউল্লার ছেলে নুরুন্নবী (৩৫), একই গ্রামের মৃত লেয়াকত দেওয়ানের ছেলে সাদ্দাম দেওয়ান (৩০)। র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-১১) ডিএডি আব্দুল কাদের জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজদের গ্রেপ্তার, অস্ত্র, মাদক উদ্ধার সহ সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল চাঁদপুরের কচুয়া উপজেলার কাদিরখিল অভিযান পরিচালনাকালে ২জন মাদক ব্যবসায়ী ৫ গাঁজা সহ আটক করতে সক্ষম হয়।
এবিষয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করে চাঁদপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১২ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur