চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ডা: মো: মোশাররফ হোসেন সরকারের উদ্যোগে ওই ইউনিয়নের গরীব-অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। রোববার সকালে শুয়ারুল গ্রামে গরীব অসহায়দের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরন করেন তিনি।
এছাড়া ওই ইউনিয়নের বড়দৈল, হাটমোড়া, আটোমোরসহ বিভিন্ন গ্রামের প্রায় ২শতাধিক গরীব-অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন তিনি।
এসময় উপকারভোগী সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ জুন ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur