কচুয়ায় গভীর নলকূপ পরিচালনায় বাঁধা প্রদানের অভিযোগ

কচুয়া উপজেলার প্রত্যন্ত এলাকা জলাবিতারা গ্রামের হাজীবাড়িতে বিআরডিসি কর্তৃক গভীর নলকূপ পরিচালনায় গভীর নলকূপের মালিক মো. আব্দুল কাদেরকে হুমকি-ধমকি ও বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। একই বাড়ির সফর আলীর ছেলে রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ফলে গভীর নলকূপের মালিক আব্দুল কাদের পরিবার পরিজন নিয়ে ভয়-আতঙ্কে দিন কাটাচ্ছেন।

সরেজমিনে জানা গেছে, উপজেলার ঘুগড়ার বিল সংলগ্ন জলাবিতারা গ্রামে ১৯৯৩ সালে কচুয়া বিএরডিসি অফিস থেকে তৎকালীন সময়ে আব্দুল কাদেরের পিতা হাজী মো. কদর আলী এ গভীর নলকূপটি স্থাপন করেন। পরবর্তীতে কদর আলী মারা যাওয়ার পর ও এর আগে আব্দুল কাদের এ গভীর নলকূপটির পার্শ¦বর্তী বাইছারা গ্রামের আব্দুস ছোবহানের মাধ্যমে যৌথভাবে পরিচালনা করছেন। বর্তমানে ওই গভীর নলকূপের মাধ্যমে স্থানীয় প্রায় অর্ধশতাধিক লোকজনের ইরি ধানের পানি সেচে কৃষকরা এই গভীর নলকূপটি ব্যবহার করছে। কিন্তু সম্প্রতি সময়ে এসে একই বাড়ির রফিক গভীর নলকূপ স্থাপনের যায়গা তাদের কাল্পনিক দাবী করে বিভিন্ন ভাবে ভয়-ভীতি ও বাঁধা প্রদানের চেষ্টা করছেন। এ ছাড়া রফিকের ইন্দনে গত মঙ্গলবার সকালে আব্দুল কাদেরকে সাচার বাজার এলাকায় হাতিরবন্দ গ্রামের আব্দুল্লাহ নামের এক ব্যাক্তি মারধর করে অপমান অপদস্ত করে।

কচুয়া প্রতিনিধি, ১২ জুন ২০২৪

Share