মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে গণধর্ষণের মামলার আসামী ফয়সাল হোসেন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফয়সাল উপজেলার বেরকোটা গ্রামের মনু মিয়ার ছেলে। মঙ্গলবার বিকেলে সাচার বাজার থেকে অভিযুক্ত আসামী ফয়সালকে গ্রেফতার করে সাচার ফাঁড়ি পুলিশ।
জানা গেছে, উপজেলার বেরকোটা গ্রামের ইকবাল হোসেনের ছেলে রাকিব হোসেন পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার পালপারা গ্রামের জনৈক জামাল সরকারের যুবতী মেয়ের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরে ওই যুবতীকে গত ২৩ সেপ্টেম্বর বেরকোটা গ্রামে নিয়ে এসে সহযোগী ফয়সাল এর গৃহে গণধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই যুবতীর বাবা কচুয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার নং-৩৭। মামলার প্রেক্ষিতে ওই দিন মামলার ১নং আসামী রাকিব (২৪) হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয় এবং ২নং আসামী ফয়সাল হোসেনকে মঙ্গলবার আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কচুয়া থানর ওসি মো. আজিজুল ইসলাম আসামী গ্রেফতারের সত্যতা শিকার করে বলেন, গ্রেফতারকৃত ফয়সালকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
কচুয়া প্রতিনিধি/
১১ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur