কচুয়ায় গণঅধিকার পরিষদ নেতার ওপর হামলা

চাঁদপুরের কচুয়া উপজেলার শিলাস্থান গ্রামের অধিবাসী মৃত: আব্দুল কাদেরের পুত্র গণঅধিকার পরিষদ নেতা সালাউদ্দিন-শি এর উপর হামলা ও মারধর করা হয়েছে। জমিজমা ও পারিবারিক শত্রুতার জেড় ধরে একই এলাকার জসিম উদ্দিন ওরপে খোকন গংরা গত শনিবার এ হামলা ও মারধর করে। পরে তাকে কচুয়া উপজেলা সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে বাতাপুকুরিয়া দক্ষিণ সংলগ্ন বটতলা এলাকায় পুনরায় হত্যার উদ্দেশ্যে হামলা ও মারধর করে বলে দাবী করেন গণঅধিকার পরিষদ নেতা সালাউদ্দিন-শি।

হামলার শিকার গণঅধিকার পরিষদ নেতা সালাউদ্দিন-শি গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন গণঅধিকার পরিষদ নেতাকর্মী ও ক্ষতিগ্রস্থ পরিবার।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ মার্চ ২০২৫