কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কাদলা- দরবেশগঞ্জ খেলা ঘরের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো: বোরহান উদ্দিন মজুমদারের উদ্যোগে সংগঠনের সদস্য ও খেলোয়াড়দের মাঝে ফুটবলসহ খেলা সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্রিয়া শক্তি ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানে ইংরেজী নতুন বছর উপলক্ষে শুক্রবার বিকালে দরবেশগঞ্জ বাজারে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
কাদলা- দরবেশগঞ্জ খেলা ঘরের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মো: বোরহান উদ্দিন মজুমদার বলেন- লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় ও পারদর্শী হতে হবে।
একটি জাতিকে এগিয়ে নিতে যেমনি লেখাপড়া প্রয়োজন তেমনি খেলাধুলার ও বিকল্প নেই। আমি নিজ উদ্যোগে সবসময় এলাকার যুবক ও কিশোরদের খেলাধুলায় মগ্ন রাখতে ক্রীড়া সামগ্রী উপহার দিচ্ছি। আমার বিশ্বাস অজো পাড়া গ্রাম থেকে একদিন জাতীয় পর্যায়ের খেলোয়াড় সৃষ্টি হবে। এসময় কাদলা- দরবেশগঞ্জ খেলাঘরের সাধারণ সম্পাদক মো: জুয়েল রানাসহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩১ ডিসেম্বর ২০২২