কচুয়ায় খালেদা জিয়ার স্মরনে দোয়া ও মিলাদ

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের ৮ ও ৯ ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সফিবাদ মধ্যে পাড়া খন্দকার বাড়ী জামে মসজিদের সামনে বিএনপি ও সহযোগিতা সংগঠনের আয়োজনে এ দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান জালাল, উপজেলা উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, বিএনপি নেতা ও সিনিয়র আইনজীবি, এডভোকেট মোঃ ফজলুর রহমান, বিএনপি নেতা মো: মনিরুজ্জামান খান কাজল,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন স্বপন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো : হুমায়ুন কবির তালুকদার, সাংগঠনিক সম্পাদক জুলহাস উদ্দিন জুয়েল,অ্যাডভোকেট মো. কবির হোসেন, বিএনপি নেতা হাজী হেদায়েত উল্যাহ পবন, পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: জাকির হোসেন মোল্লা, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামাল হোসেন বাবুল, উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো : মোস্তফা কামাল মুন্সি, যুবদল নেতা ডা; মো: মুক্তার হোসেন সহ স্থাানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, পালাখাল ছালেহীয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো: আব্দুল কুদ্দুস খান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৪ জানুয়ারি ২০২৬