Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ
খালেদা জিয়ার

কচুয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়েছে। শুক্রবার বাদ জুমা চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে মাঝিগাছা জামালিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, উত্তর বুধুন্ডা বাইতুন নূর শাহী মসজিদসহ ওই ইউনিয়নের একাধিক মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবীর নির্দেশে এতে আর্থিক সহযোগিতা করেন, প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতা, শাহজাহান চৌধুরী, আতিকুর রহমান পাটওয়ারী মিন্টু, কামরুজ্জামান মজুমদার, সুমন মিয়াজী, রবিউল করিম মিয়াজী, কাউছার হামিদ, রশিদ মিয়াজী, মোস্তফা ব্যাপারী, সুমন প্রধান, শরিফ প্রধান, রাসেল আহমেদ সুমন, কাজী সোহেল, নীরব মাহমুদ, রাকিব রাসেল, মো. সবুর খান, নাসির উদ্দিন টিটু মিয়াজী, রবিউল মজুমদার ও আলাউদ্দিন সরকার, হুমায়ুন কবীর রশিদ, মোজাম্মেল ব্যাপারী ও মোক্তার ব্যাপারী, ডালিম দর্জি প্রমুখ। মাঝিগাছা গ্রামের অধিবাসী মো. শামিম মিয়াজী, সজিব মিয়াজী ও শাহিন পাটওয়ারীর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। পরে দোয়া অনুষ্ঠানে সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ জুন ২০২৪