কচুয়ায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরন

২০২৪-২০২৫ অর্থ বছরে বাজেটের আওতায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কচুয়া দক্ষিন বাজারে অবস্থিত মৎস্য খামার থেকে মাছের পোনা বিতরন করা হয়।

সিনিয়র কচুয়া উপজেলা মৎস্য দপ্তর এর আয়োজনে ২০২৪-২০২৫ আর্থিক সালে বঙ্গোপসাগরের সৃষ্ট লঘু চাপ ও ভারতের উত্তর পুর্ব এলাকায় ভারী বৃষ্টির কারনে পাহাড়ী ঢলে আকস্মিক বন্যার প্রভাবে দেশের বিভিন্ন স্থানের মত কচুয়ায়ও অধিকাংশ মৎস্য চাষীদের মাছ চলে যায় বিভিন্ খালে-বিলে। সে কারনে সরকার ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মধ্যে কচুয়ায় অধিক ক্ষতিগ্রস্ত ১৬০ জন মৎস্য চাষীকে (প্রতিজনকে) ৫ কেজি মাছের পোনা সহায়তা প্রদান করেন।

এ সময় উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সাওকাত হোসেন সুমন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ অক্টোবর ২০২৪

Share